ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের নায়িকাদের ‘স্টার’, ‘সুপারস্টার’ বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ওমর সানী। এই নায়ক মনে করেন, নব্বইয়ের পরে ঢালিউডে কোনো স্টার বা সুপারস্টার নায়িকা নেই। এই সময়ের নায়িকাদের সব ভন্ডামি।
মঙ্গলবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘আমি অনেক ভাগ্যবান, আমাদের সমযয়ে নায়িকা হিসেবে, মৌসুমী, শাবনুর চম্পা, দিতি, লিমা, অরুনা বিশ্বাস, শাহনাজ, পপি পূর্ণিমা তাদেরকে পেয়েছি। নব্বই দশক সেরা। এরপর কোনো স্টার বা সুপারস্টার নায়িকা নেই। তারপর বাকিসব ভন্ডামি। বেস্ট নাইন্টি।’
ওমর সানীর এই স্ট্যাটাসে অনেকেই তার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ নায়কের সমালোচনাও করেছেন।